এর আগে বিগব্যাশ ও গ্লোবাল টি-টোয়েন্টিতে দল পেলেও, বিসিবির অনুমতি না পাওয়ায় খেলতে পারেননি রিশাদ। তবে এবার পিএসএলের পুরো মৌসুমে খেলার ছাড়পত্র পেয়েছেন রিশাদ।
এরইমধ্যে তিনি যোগ দিয়েছেন দলের সঙ্গে। পাকিস্তান পৌঁছানোর পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় লাহোর কালান্দার্স।
ধারণা করা হচ্ছে, আসরের প্রথম ম্যাচেই খেলানো হতে পারে তাকে। যদিও পিএসএলে এক ম্যাচে ৪জনের বেশি বিদেশি খেলানোর নিয়ম নেই।
তবে লাহোর দলের একমাত্র লেগ স্পিনার যেহেতু রিশাদ, সেহেতু তাকে খেলানোর সম্ভাবনাই বেশি। তাছাড়া ব্যাট হাতে শেষদিকে ঝড় তোলার সামর্থ্যও রিশাদকে এগিয়ে রাখতে পারে।