এক ইনিংসেই ১০ ব্যাটারের রিটায়ার্ড আউট দেখলো ক্রিকেট বিশ্ব

আরব আমিরাতের নারী ক্রিকেট দল
আরব আমিরাতের নারী ক্রিকেট দল | ছবি: সংগৃহীত
0

এক ইনিংসেই ১০ ব্যাটারের রিটায়ার্ড আউট দেখলো ক্রিকেট বিশ্ব। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়ান অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে ঘটে এমন অদ্ভুতুড়ে ঘটনা।

যেখানে জয় পরাজয় ছাপিয়ে আলোচনায় রিটায়ার্ড হার্ট। জিততেই হবে এমন সমীকরণে ম্যাচে দুই ওপেনারের ব্যাটে ভর করে ১৬ ওভারে ১৯২ রান করে আরব আমিরাত।

অধিনায়ক ইশা করেন ৫৫ বলে ১১৩। আরেক ওপেনার তীর্থ করেন ৪২ বলে ৭৪ রান। এরপর শুরু হয় বৃষ্টি।

ফলে কমে যায় ম্যাচের দৈর্ঘ্য। পরবর্তীতে আরেক দফা বৃষ্টি হলে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা জাগে।

এমন শঙ্কায় আরব আমিরাতের মেয়েরা বের করে দারুণ এক বুদ্ধি। বৃষ্টি থামতেই একে একে রিটায়ার্ড আউট হয়েছেন ১০ ব্যাটার।

এক পলকে ১৯২/০ থেকে স্কোর দাঁড়ায় ১৯২/১০। জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ২৯ রানে অলআউট হয় কাতার। ২ পয়েন্ট নিয়ে গ্রুপ বি'র শীর্ষে আরব আমিরাত।

সেজু