১২ রান পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই খালেদ আহমেদের তোপে প্রথম উইকেট হারায় কিউইরা। যদিও দ্বিতীয় উইকেটে জো কার্টার ও নিক কেলির শতরানের জুটি গড়ে ঘুরে দাঁড়ায় সফররতরা।
মাঝে রিটায়ার্ড হার্ট হন কার্টার। এরপর হাসান মুরাদের ঘূর্ণিতে মুহূর্তেই চার উইকেট হারিয়ে ফেলে কিউইরা। আবার উইকেটে এসে হাল ধরা কার্টার ব্যক্তিগত ৫৮ রানে নাঈম হাসানের বলে মাহমুদুল জয়ের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন।
কেলির সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ২১৬ রান করে চালকের আসনে থেকেই দিন শেষ করেছে কিউইরা।