সিরিজের প্রথম দুই ওয়ানডের চার ইনিংসেই ছাড়িয়েছিল ৩০০ রান। সিরিজ নির্ধারণী ম্যাচেও আশা ছিল তেমনই।
যদিও টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই যাওয়া আসার মিছিলে যোগ দেন বাংলাদেশি ব্যাটাররা। ১১৮ রান তুলতেই ৮ উইকেট হারায় স্বাগতিকরা। ২০০ রান করা যখন দূরের পথ তখন নবম উইকেটে ৮৪ রানের জুটি গড়েন রাকিবুল ও রাব্বী।
২২৫ রানে অল আউট হবার আগে রাকিবুলের ব্যাটে আসে ৪২ ও রাব্বীর ব্যাটে আসে ইনিংস সর্বোচ্চ ৫৮ রান। ২২৬ রাম তাড়ায় শুরু থেকেই শর্ষেফুল দেখে প্রোটিয়া ব্যাটাররা। ৯৪ রান তুলতেই ৭ ব্যাটারের ঠাই হয় সাজঘরে।
যদিও শেষ দুই উইকেটে প্রোটিয়ারা প্রতিরোধ গড়লেও ১৯১ এর বেশি করতে পারেনি তারা। স্বাগতিক স্পিনার রাকিবুলের ঝুলিতে গেছে ৪ উইকেট।