ডাবলিন সিরিজ: বড় জয়ে ঘুরে দাঁড়ালো ক্যারিবীয়রা

বড় জয়ে ঘুরে দাঁড়াল ক্যারিবীয়রা
বড় জয়ে ঘুরে দাঁড়াল ক্যারিবীয়রা | ছবি: সংগৃহীত
0

ডাবলিনে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ১৯৭ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজ ১-১ এ ড্র করেছে ওয়েস্ট ইন্ডিজ।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারালেও তৃতীয় উইকেটে কেসি কার্টি ও শাই হোপের ১৩৭ রানে জুটিতে ঘুরে দাঁড়ায় উইন্ডিজ। অধিনায়ক হোপ ব্যক্তিগত ৭৫ রানে ফিরলেও ক্যারিয়ার সেরা ১৭০ রানের ইনিংস খেলেন কার্টি।

শেষদিকে জাস্টিন গ্রেভসের অর্ধশতকে ৭ উইকেট হারিয়ে ৩৮৫ রান করেন সফরকারীরা। মধ্যবিরতিতে বৃষ্টিতে সময়ক্ষেপণ হলে স্বাগতিকদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৬৩ রানের।

লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় আইরিশরা। শেষপর্যন্ত ১৬৫ রানেই থামে স্বাগতিকদের ইনিংস।

সিরিজের প্রথম ওয়ানডে আয়ারল্যান্ড জিতলেও, দ্বিতীয়টি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। তিন ম্যাচে দুই শতকে ২৭৮ রান করে সিরিজসেরা কার্টি।

সেজু