লর্ডসে রেকর্ড গড়ে কামিন্সের ৬ উইকেট

অজি অধিনায়ক প্যাট কামিন্স
অজি অধিনায়ক প্যাট কামিন্স | ছবি: সংগৃহীত
0

লর্ডসে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অনন্য রেকর্ডের মালিক হলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ ইনিংসে ২৮ রান দিয়ে ৬ উইকেট শিকার করেছেন কামিন্স। যা এ মাঠে অধিনায়ক হিসেবে ইনিংসে সর্বোচ্চ।

এ অর্জনে প্যাট কামিন্স ছাড়িয়ে গেছেন ইংলিশ কিংবদন্তী পেসার বব উইলিসকে। ১৯৮২ সালে ভারতের বিপক্ষে লর্ডসে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১০১ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন উইলিস। এছাড়া এ ম্যাচে আরো কিছু মাইলফলক স্পর্শ করেন অজি অধিনায়ক।

ক্যারিয়ারে ৬৮ ম্যাচে ৩০০ উইকেট নিয়ে নাম উঠান অস্ট্রেলিয়ার অষ্টম বোলার হিসেবে তিনশোর ক্লাবে। অন্যদিকে অধিনায়ক হিসেবে এখন কামিন্সের উইকেট সংখ্যা ১৩৬। পেস বোলিং অধিনায়ক হিসেবে তার চেয়ে বেশি উইকেট নিয়েছেন শুধু মাত্র পাকিস্তানের ইমরান খান।

ইমরানের উইকেট সংখ্যা ১৮৭। একইভাবে পাঁচ উইকেট নেয়ার তালিকায় ইমরান খানের পরের অবস্থানেই রয়েছেন প্যাট কামিন্স। পাকিস্তানের সাবেক অধিনায়ক ক্যারিয়ারে ১২ বার পেয়েছেন ফাইফারের দেখা। অন্যদিকে সাদা পোশাকে কামিন্স ৫ উইকেট নিয়েছেন ৯ বার।

সেজু