নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ

বাংলাদেশের খেলোয়াড়রা
বাংলাদেশের খেলোয়াড়রা | ছবি: সংগৃহীত
0

সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ এক উইকেটে ৪৩ রান।

তৃতীয় দিনের চার উইকেটে ৩৬৮ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাট করতে নামে স্বাগতিক শ্রীলঙ্কা। বেশ ভালো অবস্থানে থাকলেও, নাঈম হাসানের ঘূর্ণিতে লিড নেয়ার স্বপ্ন ধূলিসাৎ হয় তাদের।

একমাত্র মাথাব্যথার কারণ হয়ে ওঠা কামিন্দু মেন্ডিসকে ৮৭ রানে আউট করেন এই অফস্পিনার। একইসঙ্গে লঙ্কান টেলএন্ডার গুঁড়িয়ে দিয়ে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফাইফার তুলে নেন নাঈম। তিন উইকেট শিকার করেন পেসার হাসান মাহমুদ। ৪৮৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। যথারীতি ওপেন করতে নেমেছেন সাদমান ইসলাম ও এনামুল বিজয়। দু'জন মিলে দেখেশুনে দলের লিড বাড়ানোর চেষ্টা করছেন।

এসএস