দ্বিতীয় দিন শেষে ৪৩ রানে এগিয়ে শ্রীলঙ্কা

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশের থেকে ৪৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা। দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ দুই উইকেটে ২৯০ রান।

দিনের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে দুই লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা ও লাহিরু উদারা। ওয়ানডে গতিতে মধ্যাহ্নবিরতির আগেই ৮৩ রানের জুটি গড়েন তারা।

বিরতি থেকে ফিরেই তাইজুলের শিকার হয়ে প্যাভিলিওনের পথ দেখেন উদারা। এরপর দিনেশ চান্দিমালকে সাথে নিয়ে ১৯৪ রানের জুটি গড়ে টাইগার বোলারদের হতাশার দিন উপহার দেন পাথুম নিশাঙ্কা।

নাইম হাসানের বলে লিটনকে ক্যাচ দিয়ে অল্পের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন চান্দিমাল। ৯৩ রান করে আউট হন তিনি।

আর ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি তুলে নেয়ার পর ১৪৬ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেন পাথুম নিশাঙ্কা।

এসএস