বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল নয়, গ্লোবাল টি-টোয়েন্টি খেলতে যাচ্ছে রংপুর

রংপুর রাইডার্স ম্যানেজার শানিয়ান তানিম; বিসিবির লোগো
রংপুর রাইডার্স ম্যানেজার শানিয়ান তানিম; বিসিবির লোগো | ছবি: এখন টিভি
0

বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলা হচ্ছেনা ফরচুন বরিশালের। তবে সোমবার (৩০ জুন) ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়বে গতবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। অবশ্য গ্লোবাল টি-টোয়েন্টিতে যাওয়ার আগে বিপিএলের ক্যালেন্ডার ও অকশনের অপেশাদারিত্ব নিয়ে সরব রাইডার্স ম্যানেজার। ‘এখন টিভিকে’ দেয়া সাক্ষাৎকারে রংপুরে বিপিএল আয়োজন নিয়েও কথা বলেন তিনি।

বিপিএলের টানা দুইবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তবুও গ্লোবাল টি-টোয়েন্টিতে নাম নেই দলের। প্রথমবার আমন্ত্রণ পেয়েও সেটা পায়ে ঠেলেছে বরিশাল। আর এবারের সিজনে তাদেরকে স্মরণ করেনি গায়ানা।

পেছন থেকে কলকাঠি নাড়ছে রংপুর রাইডার্স, ক্রিকেট অঙ্গনে শোনা যাচ্ছে এমন চাপা ফিসফাস। তবে রাইডার্স ম্যানেজার শানিয়ান তানিম জানালেন গ্লোবাল টি-টোয়েন্টির নিয়মের কারণেই টুর্নামেন্টের বাইরে বরিশাল।

শানিয়ান তানিম বলেন, ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আমরা যাচ্ছি। তবে একটা বিষয়ে হয়তো সবাই কনফিউজড হয় যে, চ্যাম্পিয়ন হলেই গায়ানাতে কোয়ালিফাই করা যায়। এটা সেরকম নয়, গায়ানা যাদেরকে ইনভাইট করবে তারাই যেতে পারবে। তাই এটা কোনো কোয়ালিফিকেশনের শর্ত না যে, যারা বিপিএলে চ্যাম্পিয়ন হবে তারাই যেতে পারবে।’

গ্লোবাল টি-টোয়েন্টিতে শিরোপা ধরে রাখার লক্ষ্য রংপুরের। তবে চিন্তা আছে বিপিএল নিয়েও। তাতে বিগত বছরগুলোর তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়ার অনুরোধ রাইডার্স ম্যানেজারের কণ্ঠে।

অন্যদিকে বিসিবিকে বিপিএলের আগামী আসরের পঞ্জিকা প্রকাশের কথা বললেও মিলেছে শুধুই আশ্বাস, এমন কথাও জানান রাইডার্স ম্যানেজার। পাশাপাশি লটারির ড্রাফট বাতিল করে অকশনে পেশাদারিত্ব ফেরানোর দাবি রংপুরের। তবে আগামী বিপিএল আদৌ হবে কি না, সে প্রশ্নই আসে সবার আগে।

রংপুর রাইডার্স ম্যানেজার বলেন, ‘আমরা জানতে চেয়েছি, তবে এখনো ক্রিকেট বোর্ড থেকে কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি যে বিপিএল কখন হওয়া উচিত। কিন্তু আমাদের যেহেতু খেলোয়াড়দের ওপর ফোকাস করতে হয়, তাদের কোন সময়ে নিতে হবে না নিতে হবে সে বিষয়গুলো দেখতে হয়। তাই আমি মনে করি, বিপিএলের ক্যালেন্ডারটা সিলেক্ট করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

তিনি বলেন, ‘৭টা দল নিয়ে বিপিএল হওয়ার কোনো কারণ আমি দেখি না। ৬টা টিম হলে কোয়ালিটি আরো ভালো হবে দলগুলোর।’

তিনি আরো বলেন, ‘অনেক অপছন্দের ড্রাফট সিস্টেমে আমরা টুর্নামেন্টটা করি। লাকের (ভাগ্য) ওপরে আমরা খেলোয়াড় নিব এটা আমার কাছে ফেয়ার মনে হয় না।’

গত বিপিএলে কোয়ালিফায়ারের আগে পুরো দল নিয়ে রংপুর স্টেডিয়ামে উৎসবে মেতেছিল রাইডার্সরা। দর্শকদের প্রতিশ্রুতি দিয়েছিল পরবর্তী সিজনে রংপুরে ম্যাচ খেলতে চান তারা। আগ্রহটা এখনো আছে ফ্র্যাঞ্চাইজিটির। এদিকে বিসিবিও চায় ক্রিকেট বিকেন্দ্রীকরণ করতে। কিন্তু দুইয়ে-দুইয়ে চার মেলার সম্ভাবনায় আছে শঙ্কা।

রংপুর রাইডার্স ম্যানেজার বলেন, ‘এটা আমাদের দিক থেকে খোলা প্রস্তাব যে, রংপুরে যদি বাংলাদেশ ক্রিকেটকে নিতে হয়, অথবা বিপিএলকে নিতে হয়, ফ্যাঞ্চাইজি হিসেবে আমাদের যতটা দায়িত্ব আছে, আমরা শতভাগ করবো। রংপুরে যে মাঠ আছে সেটা আমার মনে হয় বিপিএল হোস্ট করার জন্য উপযুক্ত। ধীরে ধীরে আমরা এটা শুরু করতে পারি।’

সংশয় থাকলেও রংপুর রাইডার্সের প্রত্যাশা সুদিন ফিরবে বিপিএলে। এ লক্ষ্যে বিপিএলের গভর্নিং বডিতেও এসেছে পরিবর্তন। কিন্তু বিপিএলের জরাজীর্ণ চেহারায় জৌলুস ফিরবে কি না সে প্রশ্ন থেকেই যায়।

এসএইচ