বাংলাদেশের দেয়া ২৪৯ রানের টার্গেটে ব্যাট করছে শ্রীলঙ্কা

ব্যাট করছে শ্রীলঙ্কার ব্যাটার
ব্যাট করছে শ্রীলঙ্কার ব্যাটার | ছবি: সংগৃহীত
0

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের দেয়া ২৪৯ রানের টার্গেটে ব্যাট করছে শ্রীলঙ্কা। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ৪৫ রান। এর আগে লিটন দাস ও তাসকিনবিহীন বাংলাদেশ ব্যাট করতে নেমে দলীয় ১০ রানে হারায় তানজিদ তামিমের উইকেট। ব্যাট হাতে ব্যর্থ হন নাজমুল শান্ত ও মেহেদি মিরাজও।

তবে ক্যারিয়ারের প্রথম ফিফটির দেখা পান আগের ম্যাচে অভিষেক হওয়া পারভেজ ইমন। ৬৭ রান করে আউট হন তিনি। দীর্ঘদিনের রান খরা কাটিয়ে ফিফটি করলেও, ভুল বোঝাবুঝিতে রানআউটের শিকার হন তাওহীদ হৃদয়। উইকেটে সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি শামীম-জাকের আলীরাও।

ফলে বড় সংগ্রহের সুযোগ থাকলেও, ২৪৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

সেজু