নিজেদের প্রথম ইনিংসে শুরুতেই যজস্বী জয়সোয়ালের উইকেট হারিয়ে চাপে পরে ভারত। এরপর ওপেনার লোকেশ রাহুল ও করুন নায়ার মিলে ভালো জুটি গড়ার ইঙ্গিত দিলেও দলীয় ৭৪ রানে ফেরেন নায়ার।
ভারতের অধিনায়ক শুভমান গিলও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি, আউট হয়েছেন মাত্র ১৬ রান করে। ক্রিজে থেকে দ্বিতীয় দিন শেষ করেন লোকেশ রাহুল ও রিশভ পন্ত।
প্রথম ইনিংসে ৩৮৭ রানে অলআউট হয় স্বাগতিক ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ১০৪ রানের ইনিংস উপহার দেন জো রুট। সেঞ্চুরি করে দলকে ভালো সংগ্রহ এনে দেয়ার পাশাপাশি রুট গড়েছেন নতুন রেকর্ড।
নিজের ৩৭তম সেঞ্চুরি তুলে নিয়ে টেস্ট ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ রানের মালিক এখন এই ইংলিশ ব্যাটার। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির দিক থেকেও পাঁচ নম্বরে চলে এসেছেন জো রুট।