প্রথমবারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপে ইতালি

ইতালি ক্রিকেট দল
ইতালি ক্রিকেট দল | ছবি: সংগৃহীত
0

ফুটবল নয়, এবার ক্রিকেট বিশ্বকাপে ইতিহাস গড়েছে ইতালি। প্রথমবারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। নেদারল্যান্ডসের কাছে হেরেও রান রেটে এগিয়ে থেকে কোয়ালিফাই করেছে ২০২৬ বিশ্বকাপে—যেটি অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়।

ইউরোপ অঞ্চলের বাছাইপর্বের শেষ দিন ছিল নাটকীয়তায় ভরপুর—চারটি দল ছিল কোয়ালিফিকেশনের দৌড়ে। শেষ পর্যন্ত জায়গা করে নিয়েছে স্বাগতিক নেদারল্যান্ডস ও চমক জাগানো ইতালি।

শুক্রবার শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ১৩৪ রানে থেমে গিয়েছিল ইতালির ইনিংস।

তবু ম্যাচটা ১৭তম ওভার পর্যন্ত টেনে নিয়ে দরকারি নেট রান রেট বজায় রাখে তারা। ফলে, জার্সিকে টপকে বিশ্বকাপে জায়গা করে নেয় ইতালি।

২০২৬ সালের বিশ্বকাপে এখন পর্যন্ত ১৫টি দল কোয়ালিফাই করেছে—ইতালি এবার সেই তালিকায়, প্রথমবারের মতো।

সেজু