আগস্ট মাসে সাদা বলে ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা থাকলেও শেষ সময়ে সিরিজ থেকে সরে আসে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে এই ফাঁকা সূচিকে কাজে লাগাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
পাকিস্তান সিরিজের পরপরই ঘরের মাঠে ভারতের বিপক্ষে খেলার কথা ছিল বাংলাদেশের। তবে ভারতীয়রা সফর পেছানোয় ফাঁকা সময়ে ভিন্ন কোন দলের বিপক্ষে সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বিসিবির সিনিয়র সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘এখন আমরা ভেবে দেখছি এর পাশাপাশি কোনো দলের সাথে আমরা খেলতে পারি কি না। বা বাইরে গিয়ে খুব অল্প সময়ের জন্য কিছু খেলা যায় কি না। কোনো সুযোগ পাওয়া যায় কি না সে বিষয়গুলো আমরা দেখছি।’
যেকোনো কন্ডিশনে খেলার জন্য প্রস্তুত থাকতে চায় টিম ম্যানেজমেন্ট। যদিও আবহাওয়া খারাপ হওয়ায় বিশ্বকাপ ভেন্যুর সাথে মিল রেখে পিচ তৈরিতে কিছুটা বিপাকে গ্রাউন্ডস ম্যানেজমেন্ট।
নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘ভারতে ওদের পিচগুলো ২০০ রান করার মতো করে বানানোর সক্ষমতা আছে। ওরকম উইকেটে আমাদের খেলতে হবে। আবহাওয়ার যে অবস্থা সেটাতে আমরা ভালো উইকেট বানাতে কতটুকু সক্ষম হবো, কারণ বেশিরভাগ সময় পিচ ঢেকে রাখতে হচ্ছে। তো পিচ রোল করা, পানি দেয়া, রোদ খাওয়ানো এগুলো সম্ভব হচ্ছে না। তারপরও চেষ্টা থাকবে যতটুকু সম্ভব ভালো উইকেট করার।
দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে ব্যস্ত থাকলেও, বিসিবির নজর দুই বৈশ্বিক আসর এশিয়া কাপ ও আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে। দু'টি টুর্নামেন্টকে সামনে রেখে এখনই দল গুছিয়ে ফেলতে চায় বোর্ড।
বিসিবির সিনিয়র সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘আমরা বিশ্বকাপ পর্যন্ত কনসিসটেন্সি চাইবো এবং দলে যেন খুব বেশি পরিবর্তন না আসে। এক্সপেরিমেন্টের বিষয় যেন বেশি না থাকে এটিই চাইবো। কারণ একটু স্ট্যাবল হওয়ার প্রয়োজন আছে।’
পুরো টিম গোছানো না হলেও বড় সংখ্যক ক্রিকেটারদের জায়গা নিয়ে নেই কোন সংশয়। তবে আগামী কয়েকমাসে ক্রিকেটারদের পারফরম্যান্সের ভিত্তিতে বিশ্বকাপ দল গঠনে নিশ্চিতভাবেই আসবে কিছু পরিবর্তন।