ভারতের সাথে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ক্রিকেট বোর্ড বাঁধ সাধলে ঢাকায় সভাটি হবে কি-না তা নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। তবে ভারত শেষ পর্যন্ত অনলাইনে যুক্ত হবার কথা জানিয়েছে।
আফগানিস্তান এবং ওমান সভায় যোগ দেবার বিষয়টি নিশ্চিত করেছে। শ্রীলঙ্কান ক্রিকেটের প্রধানও অনলাইনে যোগ দেবেন। তবে এশিয়া কাপ হবে কিনা সে ব্যাপারে এখনও ধোঁয়াশা কাটেনি।
সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে বলে আশা করা হচ্ছে। এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এসিসি সভাপতি মহসিন নাকভি ঢাকায় এসে পৌঁছেছেন।
বুধবার (২৩ জুলাই) সকালে ঢাকায় পৌঁছে রাতে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের ক্রিকেটারদের সাথে নৈশভোজে অংশ নেন তিনি।