প্রথমে ব্যাট করে ২১৬ রানের বড় টার্গেট দেয় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ৬১ রানে ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া।
এরপর ব্যাটিংয়ে নামেন ডেভিড। নেমেই যেন ক্যারিবিয়ান বোলারদের ওপর চড়াও হতে থাকেন এই অস্ট্রেলিয়ান ব্যাটার।
১৬ বলে তুলে নেন হাফসেঞ্চুরি। এরপর শতরান করেন মাত্র ৩৭ বলে। ১১ ছক্কা ও ৬ চারে ১০২ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন অজি এই ব্যাটার।
দ্রুততম সেঞ্চুরির সাথে অস্ট্রেলিয়ান ব্যাটারদের মধ্যে দ্রুততম হাফসেঞ্চুরির মালিকও এখন টিম ডেভিড।