ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে ৭ উইকেটে ৫৪৪ রান ইংল্যান্ডের

ভারত ও ইংল্যান্ডের টেস্ট ম্যাচ
ভারত ও ইংল্যান্ডের টেস্ট ম্যাচ | ছবি: সংগৃহীত
0

ম্যানচেস্টারে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫৪৪ রান করেছে ইংল্যান্ড। ১৮৬ রানের লিড নিয়ে চতুর্থ দিন শুরু করবে স্বাগতিকরা।

তৃতীয় দিনের পুরোটাই ছিল ইংলিশ ব্যাটার জো রুটের। রবীন্দ্র জাদেজার বলে ক্যাচ আউট হওয়ার আগে এই ইংলিশ জেন্টেলম্যান করেন ১৫০ রান।

আর তাতেই এদিন একের পর এক ব্যাটারদের পেছনে ফেলে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন রুট। তালিকার পঞ্চম থেকে দ্বিতীয়তে আসতে এই ইংলিশ ব্যাটার পেছনে ফেলেছেন রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস ও রিকি পন্টিংকে।

১৩ হাজার ৪০৯ রান করা রুটের সামনে এখন আছেন শুধু শচীন রমেশ টেন্ডুলকার। টেস্টে ভারতীয় কিংবদন্তি শচীন করেছেন ১৫ হাজার ৯২১ রান।

সেজু