সাড়ে তিন বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন ব্রেন্ডন টেলর

জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেলর
জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেলর | ছবি: সংগৃহীত
0

আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে দীর্ঘ সাড়ে তিন বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেলর। বুলাওয়েওতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে থাকার কথা রয়েছে ডানহাতি এই ব্যাটারের।

এ বছর ৭টি টেস্ট খেলেছে জিম্বাবুয়ে যেখানে মাত্র ১ টিতে জয় পেয়েছে দলটি। সামনে আরও ৪টি ম্যাচ রয়েছে।

যেখানে নিয়মিত সদস্য হিসেবে থাকবেন ব্রেন্ডন টেলর। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা নেই।

তবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে দলের অন্যতম অংশ হিসেবে বিবেচনায় থাকতে পারেন টেলর।

সেজু