দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশের যুবারা

দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের যুবারা
দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের যুবারা | ছবি: সংগৃহীত
0

ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। লিগ পর্বের তিন ম্যাচে এটিই বাংলাদেশের প্রথম হার। বাংলাদেশের দেয়া ১৭৬ রানের টার্গেটে শুরুটা অবশ্য ভালো যায়নি দক্ষিণ আফ্রিকার যুবাদের। মাত্র ১৪ রানের মাথায় প্রথম উইকেটটি তুলে নেন আল ফাহাদ।

এরপর ৫৫ রানের জুটি গড়ে ৪২ বলে ৩৯ রানে আউট হন মোহাম্মদ বুলবুলাইয়া। অর্ধশতকের দেখা পান আরমান মানাক। এছাড়া অধিনায়ক জেসন রোয়েলস খেলেন ৪১ রানের ইনিংস।

টস জিতে আগে ব্যাট করতে নামা বাংলাদেশও শুরুতে হারায় ওপেনার জাওয়াদের উইকেট। এরপর ২২ রানে দ্বিতীয় উইকেট হারালে খানিকটা চাপে পড়ে সফরকারীরা।

তবে সেই চাপ সামলে ৫৭ রানের জুটি গড়েন রিজান হোসেন ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তামিমের ৫৯ এবং কালাম সিদ্দিকির ৪৯ এর বাইরে কেউ উল্লেখযোগ্য স্কোর করতে না পারলে বাংলাদেশের ইনিংস থামে ১৭৫ রানে।

সেজু