কাঁধের ইনজুরিতে ওভাল টেস্ট থেকে ছিটকে গেলেন ক্রিস ওকস

ক্রিকেটার ক্রিস ওকস
ক্রিকেটার ক্রিস ওকস | ছবি: সংগৃহীত
1

কাঁধের ইনজুরির কারণে ওভাল টেস্ট থেকে ছিটকে যেতে পারেন ক্রিস ওকস। গুরুতর চোট পেয়ে প্রথম দিনেই মাঠ ছাড়েন এ পেস বোলিং অলরাউন্ডার। ওভাল টেস্টের প্রথম দিনের ৫৭তম ওভারে বাউন্ডারি বাঁচাতে গিয়ে চোট পান ওকস। ব্যথা নিয়ে কিছুক্ষণ থাকার পর ফিজিওর সহায়তায় মাঠ ত্যাগ করেন তিনি।

ইংলিশ গণমাধ্যম বলছে এ টেস্টে ওকসের মাঠে নামার সম্ভাবনা নেই। তবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড এখনও এ তথ্য নিশ্চিত করেনি। রিপোর্ট আসলে বিস্তারিত জানাবে ইসিবি।

আরও পড়ুন:

এর আগে কাঁধের ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ৫ম ও শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। তার পরিবর্তে ওভাল টেস্টে অধিনায়কের দায়িত্ব পালন করছেন ওলি পোপ।

সেজু