উদ্বোধনী জুটিতেই পাকিস্তানকে জয়ের ভিত গড়ে দেন সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব। ৭৪ রানে ফারহান আউট হলে ভাঙে ১৩৮ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার সাইম ফেরেন ৬৬ রানে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি করে উইকেট নেন জেসন হোল্ডার, জোসেফ ও রস্টন চেজ। রান তাড়া করতে নেমে উইন্ডিজের উদ্বোধনী জুটিতে আসে ২৬ বলে ৪৪ রান।
ওপেনার অ্যান্ড্রু জুয়েল ২৪ রানে ফেরার পর খেই হারায় স্বাগতিকরা। ক্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন আথানাজে, ৫১ রান আসে রাদারফোর্ডের ব্যাট থেকে।
শেষ পর্যন্ত ১৩ রানে হার মানে স্বাগতিকরা। পাকিস্তানের হাসান রউফ, হাসান আলী, মোহাম্মদ নাওয়াজ, সাইম ও সুফিয়ান নেন একটি করে উইকেট