আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় গিল, মুলডার ও স্টোকস

শুভমান গিল, মুলডার এবং স্টোকস
শুভমান গিল, মুলডার এবং স্টোকস | ছবি: সংগৃহীত
0

অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজে নজড়কাড়া পারফর্ম করে আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় এলেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল। এ লড়াইয়ে তার সঙ্গী আরও দুই অধিনায়ক উইয়ান মুলডার এবং বেন স্টোকস। জুলাই মাসের সেরা ক্রিকেটারের মুকুট পরবেন কে?

চলুক লড়াই ভেঙে যাক রেকর্ড, জিত হোক কঠোর অধ্যবসায় ও হার না মানা গল্পের। শুভমান গিল, বেন স্টোকস ও উইয়ান মুল্ডার যেন একই পথের পথিকৃৎ।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৭৫৪ রান করে সবার উপরে ভারতীয় অধিনায়ক শুভমান গিল। জুলাই মাসে টেস্টে ৫৬৭ রান করেছেন গিল। গড় ৯৪.৫০। এই মাসেই এক টেস্টে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে ৪০০-এর বেশি রানও করেছেন। রয়েছে ২৬৯ রানের ইনিংসও। এমন পারফরম্যান্সে জুলাই মাসের সেরা ক্রিকেটারের পুরস্কারের অন্যতম দাবিদার ভারতীয় অধিনায়ক।

এ পুরস্কারের জন্য আইসিসির মনোনয়ন পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মুলডার। জিম্বাবুয়ের বিপক্ষে ৩৬৭ রানের হার না মানা ইনিংসের জন্য লড়াইয়ে মুলডার। জুলাই মাসে টেস্টে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ২৬৫.৫০ গড়ে করেছেন ৫৩১ রান। পাশাপাশি বল হাতে নিয়েছেন ৭ উইকেট।

ইংলিশ অধিনায়ক বেন স্টোকস জুলাই মাসে টেস্টে ৫০.২০ গড়ে করেছেন ২৫১ রান। বল হাতে ২৬.৩৩ গড়ে নিয়েছেন ১২ উইকেট। ১৪১ রানের ইনিংস খেলার পাশাপাশি ইনিংসে ৫ উইকেটও নিয়েছেন। পুরো সিরিজেই নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। আইসিসি মাসসেরা হবার অন্যতম দাবিদারও তিনি।

ইএ