টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ৬৫০ উইকেট রশিদ খানের

রশিদ খান
রশিদ খান | ছবি: সংগৃহীত
0

ইংল্যান্ডের টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘দ্য হানড্রেডে’ ৩ উইকেট নিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে আফগান ক্রিকেটার রশিদ খান শিকার করেছেন ৬৫০ এর বেশি উইকেট।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে ওভাল ইনভিন্সিবলের হয়ে লন্ডন স্প্রিটের হয়ে ৩ উইকেট নেন রশিদ। তাতে তার উইকেটের সংখ্যা দাঁড়ায় ৬৫১। 

তালিকায় দ্বিতীয় ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো। তার উইকেট ৬৩১টি। তিনে থাকা নারাইনের উইকেট ৫৮৯টি। ১৬১টি উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রশিদ দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। 

আরও পড়ুন:

তার চেয়ে ৩ উইকেট বেশি আছে অবসর নেওয়া পেসার টিম সাউদির। এবারের এশিয়া কাপেই রেকর্ডটি নিজের করে নিতে পারেন রশিদ। 

এই তালিকাতে আছেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানও। ১৪৯ উইকেট শিকার করে চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারি তিনি।

এসএইচ