১০ কোটি টাকায় বায়োমেকানিকস ল্যাব বানাবে বিসিবি

বিসিবির লোগো
বিসিবির লোগো | ছবি: সংগৃহীত
0

১০ কোটি টাকায় বায়োমেকানিকস ল্যাব বানাবে বিসিবি। পূর্বাচলে বায়োমেকানিকস ল্যাব স্থাপনের জন্য এরই মধ্যে পরামর্শক খোঁজা শুরু করেছে বিসিবি। ক্রিকেটারদের চোট কমিয়ে আনতে এবং পারফরম্যান্স ও টেকনিক্যাল বিশ্লেষণ আরও গভীরভাবে করতে বায়োমেকানিকস ল্যাব স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

পূর্বাচলের ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ১০ কোটি টাকার বেশি খরচ করে এই ল্যাব তৈরির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। প্রাথমিকভাবে স্বল্প পরিসরে ল্যাবটি চালু করার পরিকল্পনা।

প্রযুক্তিগত সুবিধা বাড়ানো হবে ধীরে ধীরে। ক্রিকেটারদের ব্যাট সুইং, বোলিং অ্যাকশন থেকে শুরু করে পায়ের ভর, পেশির শক্তি, বেশি ধকল নেওয়ায় কোনো চোটের শঙ্কা তৈরি হচ্ছে কি-না; এমনকি ব্যাট, বল, গ্লাভস বা জুতার ঠিকঠাক ব্যবহারের বিষয়েও বিশদ তথ্য পাওয়া যাবে এই ল্যাব থেকে।

বোলিং অ্যাকশনের পরীক্ষাও দেওয়া যাবে এই ল্যাবে।

সেজু