কয়েক দিন আগে ফিটনেস পরীক্ষা দিয়েছেন শ্রেয়াস আইয়ার। এবার পালা হার্দিক পাণ্ডের। হার্দিকের পাশাপাশি ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের ফিটনেস নিয়েও সংশয় রয়েছে।
আজ (সোমবার, ১১ আগস্ট) ও আগামীকাল (মঙ্গলবার, ১২ আগস্ট) বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস পরীক্ষা দেবেন হার্দিক।
এদিকে জুন মাসে জার্মানির মিউনিখে স্পোর্টস হার্নিয়া অস্ত্রোপচার হয়েছে সূর্যের। এখনও পুরো সুস্থ হননি তিনি। অন্তত এক সপ্তাহ সেখানে থাকতে হবে ভারত অধিনায়ককে। সেখানেই মেডিক্যাল দল তার ওপর নজর রাখছে।
হার্দিক ও সূর্য এখনও পুরো সুস্থ না হওয়ায় এশিয়া কাপের দল নির্বাচন করতে পারছে না ভারত। আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে হওয়ার কথা এবারের এশিয়া কাপ।