বিপিএলের পেমেন্ট ইস্যুতে আরও একবার সরগরম ক্রিকেটপাড়া। নতুন করে আলোচনায় চিটাগাং কিংস। গত বছরের রানার আপ দলটিকে বড় অংকের পেমেন্ট পরিশোধে লিগ্যাল নোটিস পাঠিয়েছে বিসিবি। আজ (সোমবার, ১১ আগস্ট) চিটাগং কিংস এর পক্ষে সংবাদ সম্মেলন ডাকেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক সামির কাদের চৌধুরি।
চিটাগাং কিংসের মালিক সামির কাদের চৌধুরি বলেন, ‘এ ফিগারটা ৪৬ কোটি টাকার। এটা না উনাদের কাছে কোনো জবাব আছে না আমার কাছে কোনো জবাব আছে। কিন্তু বাজারে ঘুরছে ৪৬ কোটি টাকা। এ ফিগারটা কোথা থেকে আসছে এটা কারো কাছে কোনো উত্তর নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছেও এটা জিজ্ঞেস করা হয়েছে কিন্তু এটার কোনো উত্তরই নেই। আমিও আপনাদের এর উত্তর দিতে পারছি না।’
বড় একটা সময়ের পর গতবার বিপিএলে নতুন করে ফিরেছে চিটাগাং কিংস। ফিরেই চমক দেখায় দলটি। মাঠের খেলার পাশাপাশি হোস্ট ইয়াশা সাগার ও মেন্টর হিসেবে পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদিকে যুক্ত করে সামির কাদেরের দল।
তবে আলোচনার পাশাপাশি তাদের নিয়ে সমালোচনাও আছে বেশ। দুজনকেই ঠিকঠাক পেমেন্ট দেয়নি বলে অভিযোগ আছে দলটির বিরুদ্ধে। এমনকি এখনও আফ্রিদি চুক্তির অর্থ পান বলে জানিয়েছেন কিংস মালিক। ক্রিকেটার পারভেজ হোসেন ইমনকে নিয়ে সমালোচনারও জবাব দেন তিনি।
আরও পড়ুন:
সামির কাদের চৌধুরি বলেন, ‘যেহেতু উনি চলে গিয়েছিল এটা নিয়ে একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে গিয়েছিলো। পেমেন্ট এখনো কিছু বাকি আছে।’
গতবছরের বেশকিছু পেমেন্ট এখনও বাকি আছে চিটাগং কিংসের। তার ভেতর আছে হোটেল বিলও। তবে সেসব পরিশোধ করার আশ্বাস দিয়েছেন দলটির মালিক। পাশাপাশি বিসিবি আলোচনায় বসতে চাওয়ায় ধন্যবাদ জানিয়েছেন সামির কাদের চৌধুরি।
তিনি বলেন, ‘সকালেও আমার বিপিএল গভর্নিং কাউন্সিলের একজনের সঙ্গে আলাপ হয়েছে। তখন তিনি আমাকে নিশ্চিত করেছে এটা শীঘ্রই লিগ্যাল টিম বসে সমাধান করবে। দ্বিতীয় যে কলটা আমি পেয়েছি তখন সেখানে আমিও বলেছি যেটাই বসা হোক আমি আমার লিগ্যাল টিম ছাড়া বসবো না। তখন উনি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের সাথে আলাপ করে উনি আসার পর কিভাবে করা হবে তা উনি নিশ্চিত করে দেবেন।’
আসছে মৌসুমে বিপিএলে দল পাবেন কিনা তা নিয়ে আছে সন্দেহ। সামির কাদের অবশ্য আশাবাদী।