ওয়ার্নার পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় বলেই উইকেট হারায় অ্যান্টিগা। যদিও পালটা আক্রমণ করে রানের চাকা সচল রাখেন তিনে নামা কারিমা গোর।
দ্বাদশ ওভারে দলীয় ৯৫ রানে আউট হবার আগে নিজেই করেন ৬১ রান। তার বিদায়ের পর বাকিদের ব্যর্থতায় ১২১ রানেই গুটিয়ে যায় সফররতদের ইনিংস। সহজ লক্ষ্য তাড়ায় এভিন লুইস ও আন্দ্রে ফ্লেচারের জুটিতে ভালো শুরু পেলেও উদ্বোধনী জুটি ভাঙেন ওবেদ ম্যাককয়। এই বাঁহাতির স্লোয়ারে সাকিবের হাতে ক্যাচ দেন লুইস।
তিনে নেমে ভালো শুরু পাওয়া কাইল মেয়ার্সকে পাওয়ার প্লে শেষেই ফেরান রাহকিম কর্নওয়াল, রাইলি রুশোকেও রানের খাতা খুলতে দেননি এই স্পিনার। শেষ অধিনায়ক জেসন হোল্ডার ও এলিক এথাঞ্জের ব্যাটে চড়ে ৩০ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় স্বাগতিকরা।