যুক্তরাষ্ট্রের মাইনর লিগে খেলবেন সাকিব আল হাসান

আটলান্টা ফায়ারের প্রকাশিত ব্যানারে সাকিব আল হাসান
আটলান্টা ফায়ারের প্রকাশিত ব্যানারে সাকিব আল হাসান | ছবি: সংগৃহীত
0

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলার মাঝপথেই যুক্তরাষ্ট্রের মাইনর লিগে নাম লেখালেন সাকিব আল হাসান। মাইনর লিগের দল আটলান্টা ফায়ারে যোগ দিচ্ছেন বাংলাদেশের অলরাউন্ডার।

টুর্নামেন্ট শুরুর সপ্তাহ দুয়েক আগে ইন্টারন্যাশনাল ওয়াইল্ড কার্ড হিসেবে সাকিব আল হাসানকে দলে টেনেছে আটলান্টা ফায়ার। সবকিছু ঠিক থাকলে ক্যারিবিয়ান সুপার লিগের ব্যস্ততা শেষ করেই আটলান্টার হয়ে খেলতে যাবেন সাকিব।

মাইনর ক্রিকেট লিগে সাউদার্ন ডিভিশনের হয়ে খেলে থাকে সাকিবের নতুন দল আটলান্টা ফায়ার। আগামী ৩০ আগস্ট নিজেদের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ অরলান্ডো গ্যালাক্সি।

২০ ওভারের এ টুর্নামেন্ট চলবে অক্টোবরের ৫ তারিখ পর্যন্ত। আসরের পুরো সময়েই সাকিব যুক্ত থাকবেন আটলান্টার হয়ে।

এসএস