আজ থেকে সিলেটে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প

জাতীয় দল
জাতীয় দল | ছবি: সংগৃহীত
0

নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে আজ (বুধবার, ২০ আগস্ট) থেকে সিলেটে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। ঢাকায় অনুশীলন পর্ব শেষ করে গতকাল রাতে সিলেট পৌঁছান ক্রিকেটাররা।

সিলেটের মাঠে প্রতিদিন দুই ভাগে চলবে ক্রিকেটারদের অনুশীলন। আগামী ২৬ আগস্ট পর্যন্ত চলবে এ ক্যাম্প। প্রতিদিন দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হবে প্রথম স্লটের অনুশীলন। একঘণ্টার বিরতির পর থেকে হবে দ্বিতীয় স্লটের অনুশীলন।

আগামী ২৪ এবং ২৫ আগস্ট ম্যাচ সিনারিও অনুশীলনের কথা রয়েছে ক্রিকেটারদের। ২৬ তারিখ নিজেদের মধ্যে ভাগ হয়ে অনুশীলন ম্যাচ খেলবেন ক্যাম্পে থাকা ক্রিকেটাররা।

নেদারল্যান্ডস সিরিজের দল ঘোষণার পর ক্যাম্প ছাড়বেন স্কোয়াডে না থাকা ক্রিকেটাররা। আর ডাচদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের খেলা শুরু ৩০ আগস্ট থেকে।

সেজু