মনোনয়ন প্রত্যাহারকারী প্রার্থীরা বিসিবি নির্বাচনে ফিরতে চান, তবে দিয়েছেন যেসব শর্ত

মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীদের সংবাদ সম্মেলন
মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীদের সংবাদ সম্মেলন | ছবি: এখন টিভি
0

মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীরা আবারও ফিরতে চান নির্বাচনে। তবে জুড়ে দিয়েছেন নতুন তফসিল ঘোষণাসহ তিন দফা দাবি। আর দাবি না মানলে ঘরোয়া সব ক্রিকেট আসর বয়কটের ডাক দিয়েছেন ক্লাব সংগঠকদের একাংশ।

একদিন পরেই বিসিবি নির্বাচন। অথচ নির্বাচনকে কেন্দ্র করে বিতর্ক যেন থামছেই না। আর বিতর্কের বড় উপলক্ষ ১৫ ক্লাব ইস্যু। যে ইস্যুকে কেন্দ্র করে ক্লাব সংগঠকদের একাংশ প্রার্থিতা প্রত্যাহার করেছেন। অপেক্ষায় আছেন সমস্যা সমাধানের।

কয়েক দফায় প্রতিবাদ জানিয়েও সমস্যার সুরাহা না হওয়ায় আরও বড় পরিসরে সংবাদ সম্মেলন করলেন সংগঠকরা। যদিও উপস্থিত ছিলেন না তামিম ইকবাল। তবে প্রহসনের নির্বাচন হচ্ছে এমন অভিযোগে নির্বাচনের সময় বৃদ্ধি করার তাগিদ মনোনয়ন প্রত্যাহার করা ক্লাব কর্তাদের।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান বলেন, ‘৬ অক্টোবর নির্বাচনের আগেই নির্বাচন প্রক্রিয়া বিতর্কিত হয়েছে। বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সময় বৃদ্ধি করে একটি সুন্দর নির্বাচন গ্রহণের ব্যবস্থা করা, একটি অ্যাডহক কমিটির মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করা, সবার অংশগ্রহণের সুনিশ্চিত প্রক্রিয়া নিশ্চিতের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠান করতে পারেন।’

তিন দফা দাবি তোলার পাশাপাশি কারণ উল্লেখ করে ক্লাব সংগঠকরা হুঁশিয়ারি দিয়েছেন ঘরোয়া আসর বয়কটের।

আরও পড়ুন:

ইন্দিরা রোড ক্রীড়া চক্রের ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু বলেন, ‘আমাদের এখানে কিন্তু সব ক্লাবের কর্মকর্তারা আছে। আবহনী, মোহামেডান, ব্রাদার্স থেকে শুরু করে শীর্ষস্থানীয় সব ক্লাবগুলো এখানে আছে। তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন যে, এ সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত কেউ লিগে অংশগ্রহণ করবে না।’

সংগঠকদের দাবি এরইমধ্যে তাদের সাথে একাত্মতা প্রকাশ করে চল্লিশোর্ধ ক্লাব তাদের উপস্থাপিত তিন দফা দাবিতে স্বাক্ষর করেছেন।

মাসুদুজ্জামান বলেন, ‘আমরা শেষ পর্যন্ত চেষ্টা করবো খেলা চালিয়ে যাওয়ার জন্য। তা যদি না হয়, আমাদের রাস্তা আপনারা আমাদের ওই জায়গায় নিয়ে যাচ্ছেন কেন। আমাদের রাস্তা যদি না থাকে, সব দুয়ার যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা এমন একটা পরিকল্পনা করবো।’

আগামীকাল (রোববার, ৫ অক্টোবর) বিসিবির নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা পাওয়া ১৫ ক্লাবের ভবিষ্যৎ নির্ধারিত হওয়ার কথা রয়েছে হাইকোর্টের রায়ে। এই রায়ের পরই চূড়ান্ত করণীয় ঘোষণা করবেন সংগঠকরা। নির্বাচন দরজায় কড়া নাড়লেও তাই নাটকীয়তায় ভরা বিসিবি নির্বাচনকে ঘিরে মঞ্চস্থ হতে পারে নতুন কোনো নাটক।

এসএস