কোহলিকে ছাড়িয়ে বাবরের বিশ্বরেকর্ড!

পাকিস্তানের ক্রিকেটার বাবর আজম
পাকিস্তানের ক্রিকেটার বাবর আজম | ছবি: সংগৃহীত
0

পরপর দুই ম্যাচে দুই বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তানের ব্যাটার বাবর আজম। ক্রিকেটের সংক্ষিপ্ত এ ফরম্যাটে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ ইনিংসের রেকর্ড এখন বাবরের নামের পাশে। এর আগে এ রেকর্ডের অধিকারী ছিলেন ভারতীয় ক্রিকেটার ভিরাট কোহলি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে বাবর আজম খেলেছেন ৪৭ বলে ৬৮ রানের ইনিংস। ক্যারিয়ারে এটি তার ৩৭তম টি-টোয়েন্টি ফিফটি। আর সেটিই টানা দ্বিতীয় ম্যাচে বিশ্বরেকর্ডের স্বাদ দিলো সময়ের অন্যতম সেরা এই ব্যাটারকে। টি-টোয়েন্টিতে এতদিন পর্যন্ত সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ ইনিংস ছিল ভারতের ভিরাট কোহলির।

আরও পড়ুন:

৩৮ ফিফটি এবং ১ সেঞ্চুরি ছিল তার নামের পাশে। গতকালের ইনিংসে বাবর ছাড়িয়ে গেলেন তাকে। আগের ৩ সেঞ্চুরির সঙ্গে পেয়েছেন ৩৭তম ফিফটির দেখা। সবমিলিয়ে টি-টোয়েন্টিতে ৪০ বার পঞ্চাশের ল্যান্ডমার্ক পেরিয়েছেন বাবর আজম। এর আগে রোহিত শর্মাকে টপকে এই ফরম্যাটের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন বাবর।

ইএ