ক্রাইস্টচার্চ টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ড্র

ক্রাইস্টচার্চে সিরিজে নিউজিল্যান্ডের ক্রিকেটার
ক্রাইস্টচার্চে সিরিজে নিউজিল্যান্ডের ক্রিকেটার | ছবি: সংগৃহীত
0

ক্রাইস্টচার্চ টেস্টে জাস্টিন গ্রিভসের অবিশ্বাস্য ইনিংসে নিউজিল্যান্ডের বিপক্ষে ড্র করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে মাত্র ১৬৭ রানে গুটিয়ে যাওয়া ক্যারিবীয়রা দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে করেছে ৪৫৭ রান। ৫৩১ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে এ ড্র উইন্ডিজদের জন্য ছিল জয়ের সমান।

৪ উইকেটে ২১২ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। অনেকের কাছেই নিউজিল্যান্ডের জয় তখন সময়ের ব্যাপার ছিল। তবে পঞ্চম দিন দেওয়াল হয়ে দাঁড়ান শাই হোপ ও জাস্টিন গ্রিভস। পঞ্চম উইকেটে ১৯৬ রানের জুটি গড়েন দুজন। ১৪০ রানে হোপ ফিরলেও ২০২ রানে অপরাজিত থাকেন গ্রিভস। টেস্টের চতুর্থ ইনিংসে দ্বিশতক পাওয়া মাত্র দ্বিতীয় ব্যাটার গ্রিভস।

আরও পড়ুন:

এছাড়া টেস্ট ইতিহাসে এটা চতুর্থ ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। ষষ্ঠ উইকেট হারানোর পর দিনের পরবর্তী ৬৮.১ ওভার কোনো উইকেট হারায়নি উইন্ডিজ। যেখানে গ্রিভসের সঙ্গে বড় ভূমিকা রাখেন কেমার রোচ।

১৬ বছরের ক্যারিয়ারে প্রথম ফিফটির দেখা পাওয়া এ ব্যাটার ২৩৩ বলে খেলেন অপরাজিত ৫৮ রানের ইনিংস। আগামী বুধবার ওয়েলিংটনে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

ইএ