বিপিএলের জৌলুস নির্ভর করবে খেলার ওপর, জানালেন সালাউদ্দিন

কোচ মোহাম্মাদ সালাউদ্দিন
কোচ মোহাম্মাদ সালাউদ্দিন | ছবি: এখন টিভি
0

বিপিএল জৌলুস হারাবে কিনা সেটা নির্ভর করবে খেলার ওপর। একান্ত সাক্ষাৎকারে বিপিএল নিয়ে কথা বলার পাশাপাশি হেড কোচ ফিল সিমন্সের বিশেষত্ব নিয়ে কথা বলেছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সেই সঙ্গে কোচদের গড়ে তুলতেও নিবিড় পর্যবেক্ষণ জরুরি বলে মনে করছেন সালাউদ্দিন।

নেপোলিয়ন বলেছিলেন ‘আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি উপহার দিবো’। ভিন্ন ক্ষেত্র হলেও কোচ সালাউদ্দিনের দর্শনটাও অনেকটা সেরকম। একজন ক্রিকেটার গড়ে তোলার জন্য কাজ শুরু হয় বয়সভিত্তিক পর্যায় থেকে কিন্তু কোচিংয়ের ক্ষেত্রে দেশের ক্রিকেটে ভিন্ন চিত্র। বিপিএলে দেশি কোচদের প্রসঙ্গে কথা গিয়ে জানালেন আক্ষেপ।

জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মাদ সালাউদ্দিন বলেন, ‘প্লেয়ার যখন তৈরি করেন তার পেছনে অনেক ইনভেস্ট করেন। সেটি ১৯ থেকে শুরু হয়। আস্তে আস্তে সেটি গড়ে তোলেন। তবে কোচদের আসলে সেই সুযোগ সুবিধা নেই। আমার মনে হয় ভবিষ্যতে এদিকে নজর দিলে আমাদের কোচদের জন্য অনেক ভালো হবে।’

প্রায় এক বছর হেড কোচ ফিল সিমন্সের সঙ্গে কাজ করছেন সালাউদ্দিন। সেই অভিজ্ঞতা থেকেই বিদেশি কোচদের সঙ্গে দেশি কোচদের তুলনামূলক পার্থক্য ব্যাখ্যা করেছেন। জানিয়েছেন ফিল সিমন্সের বিশেষত্ব।

কোচ মোহাম্মাদ সালাউদ্দিন আরও বলেন, ‘ম্যান ম্যানেজমেন্ট একটি বড় জিনিস এসব ক্ষেত্রে। সেটি কোচদের ক্ষেত্রেও। অনেকদিন কাজ করেছেন তিনি জানেন কোন কোচদের কতটুকু ফ্রিডম দেয়া দরকার। তার দিকনির্দেশনায় আমরা কাজ করে থাকি। আমরা প্রপার ডাইরেকশনে আছি কিনা, ঠিকভাবে আগাচ্ছি কিনা। আমাদের ভিশনই যদি না থাকে তাহলে আমরা আগাতে পারব না। আমার মনে হয় সে আমাদের প্রপার ভিশন দিয়েছে।’

আরও পড়ুন:

বিপিএলে হাইপ্রোফাইল বিদেশি কোচ তেমন একটা দেখা যায় না। ফলে দেশি কোচদের কাজের সুযোগ বাড়লেও শেখার সুযোগ কতটা আছে সেটা চিন্তার বিষয়। পাশাপাশি হাইপ্রোফাইল বিদেশি ক্রিকেটার না আসায় বিপিএল জৌলুস হারাচ্ছে কিনা? এমন প্রশ্নে কোচ সালাউদ্দিনের মত ভিন্ন।

কোচ সালাউদ্দিন বলেন, ‘গতবারও মনে হয়েছিলো বিপিএল ভালো জমবে না। তারপরও বিপিএল ভালোই খেলা হয়েছে। অনেক দর্শক ছিলো মাঠে। আমাদের বিপিএলের সময় অনেক খেলা চলতে থাকে। তখন ওইসময় ভালো প্লেয়ার পাওয়া যায়। জৌলুস হারাবে কিনা এটি ডিপেন্ড করবে খেলার কোয়ালিটির ওপর। আমার মনে হয় এবছর সবাই ভালো টিম করেছে। মোটামুটি ব্যালেন্স টিম করেছে। খেলা ভালো হবে।’

কোচদের কাজ দেখা যায় মাঠে তবে মাঠের বাইরেও হোমওয়ার্কও জরুরি। কোচ সালাউদ্দিন জানয়েছেন সেই অভিজ্ঞতাও।

কোচ সালাউদ্দিন আরও বলেন, আমি যদি মনে করি আমি এখানে স্যাটিসফাইড। তাহলে আমার এখানে পড়শোনা না করলেও চলবে। ক্রিকেট নিয়ে চিন্তা না করলেও হবে। আমি তো এখন ন্যাশনাল টিমে আছি। নিজেকে সবসময় আপডেট করতে হবে। আপনি যে প্রফেশনেই থাকুন না কেন নিজেকে সব সময় আপডেট রাখতে হবে। পরিশ্রম করতে পারি। মাঠে খাটতে পারি। যতটুকু নলেজ আছে ছেলেদের যেন দিয়ে যেতে পারি।


এফএস