আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় ৭ বাংলাদেশি ক্রিকেটার, নেই সাকিব

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় আছে ৭ বাংলাদেশি ক্রিকেটারের নাম
আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় আছে ৭ বাংলাদেশি ক্রিকেটারের নাম | ছবি: সংগৃহীত
1

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের জন্য ৩৫০ জন ক্রিকেটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের ৭ জন ক্রিকেটার, তবে এ তালিকায় নেই সাকিবের নাম।

নিলামের জন্য ১ হাজার ৩৯০ জন ক্রিকেটার নিবন্ধন করলেও, চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে মাত্র ৩৫০ জনকে। যার মধ্যে বিদেশি আছেন ১১০ জন।

৪০ ক্রিকেটারকে রাখা হয়েছে সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্যের তালিকায়। সেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন পেসার মুস্তাফিজুর রহমান। ২০১৬ সাল থেকে আইপিএলের নিয়মিত মুখ তিনি।

আরও পড়ুন:

এছাড়া ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যের তালিকায় আছেন ৫ জন বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও নাহিদ রানা। বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী স্পিনার রাকিবুল হাসান আছেন ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যের তালিকায়।

তবে চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের। আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম।


এসএইচ