বিপিএলের স্থগিত দুই ম্যাচের নতুন সূচি প্রকাশ, খেলা কবে?

বিপিএল লোগো
বিপিএল লোগো | ছবি : সংগৃহীত
0

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোকাবহ পরিস্থিতির কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (BPL - Bangladesh Premier League) আজ (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) নির্ধারিত দুটি ম্যাচ স্থগিত করা হয়েছিল। তবে স্থগিত হওয়া এই ম্যাচগুলো আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) নতুন সময়সূচিতে (New Schedule) অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)।

একনজরে বিপিএলের নতুন সময়সূচি (৩১ ডিসেম্বর, বুধবার)

ম্যাচআগের সময়নতুন সময়দলসমূহ
প্রথম ম্যাচদুপুর ১:০০দুপুর ৩:০০সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস
দ্বিতীয় ম্যাচসন্ধ্যা ৬:০০রাত ৮:০০ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স

বিপিএলের নতুন সময়সূচি (New Match Timings)

আগামীকাল বুধবারের ম্যাচগুলোর সময় কিছুটা পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী:

প্রথম ম্যাচ: দুপুর ১টার পরিবর্তে শুরু হবে দুপুর ৩টায়। এই ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস (Sylhet Titans vs Chattogram Royals)।

দ্বিতীয় ম্যাচ: সন্ধ্যা ৬টার পরিবর্তে শুরু হবে রাত ৮টায়। এতে লড়াই করবে ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স (Dhaka Capitals vs Rangpur Riders)।

আরও পড়ুন:

পুরানো টিকিটেই খেলা দেখার সুযোগ (Entry with Old Tickets)

বিসিবি জানিয়েছে, মঙ্গলবারের (৩০ ডিসেম্বর) স্থগিত হওয়া ম্যাচের টিকিট দিয়েই দর্শকরা আগামীকাল বুধবারের খেলা গ্যালারিতে বসে উপভোগ করতে পারবেন। অর্থাৎ দর্শকদের নতুন করে টিকিট কেনার প্রয়োজন নেই।

খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবির শোক (BCB Condolence Message)

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি। এক শোকবার্তায় বোর্ড জানায়, দেশের ক্রিকেটের উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য। বিশেষ করে তাঁর শাসনামলে ক্রিকেট অবকাঠামোর উন্নয়ন এবং ক্রিকেটের বিস্তারে যে পৃষ্ঠপোষকতা পাওয়া গিয়েছিল, তা আজকের সাফল্যের ভিত্তি স্থাপন করেছে।

আরও পড়ুন:

এসআর