৩০ বলে ৪১ রান করে রান আউটে কাটা পড়েন শান্ত। জবাবে রংপুরও সমান তালে লড়াই করে। ডেভিড মালান আর তাওহীদ হৃদয়ের ১০০ রানের জুটিতে ম্যাচ যায় টাইব্রেকারে।
আরও পড়ুন:
২০ ওভারে রংপুরও তোলে ১৫৯ রান ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে প্রথমে ব্যাট করে রংপুর তোলে মাত্র ৬ রান। মুস্তাফিজের তিন বলেই লক্ষ্য ছুঁয়ে নেয় রাজশাহী ওয়ারিয়র্স। নাটকীয় জয়ে মাঠ ছাড়ে রাজশাহী।





