বিপিএলে শান্তর ঝড়ো ব্যাটিংয়ে রাজশাহীর জয়

শান্ত ও ওয়াসিমের দৌড়ে রান সংগ্রহের মুহূর্ত
শান্ত ও ওয়াসিমের দৌড়ে রান সংগ্রহের মুহূর্ত | ছবি: ইএসপিএন ক্রিকইনফো
0

বিপিএলের ২১ তম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ৭ উইকেটে জয় পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এ ম্যাচে ব্যাট হাতে নৈপুণ্য দেখিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

১৭৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে অবশ্য ১৩ রানেই উইকেট হারায় রাজশাহী। তবে অধিনায়ক শান্ত নেমে ওপেনার মুহাম্মাদ ওয়াসিমের সঙ্গে ১৪২ রানের জুটি করে জয়ের কাছাকাছি নিয়ে যায় দলকে।

৪২ বলে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন শান্ত। জিমি নিশাম ১ রান করে আউট হলেও ৫ বল বাকি থাকতেই জয় নিয়ে মাঠ ছাড়েন রায়ান বার্ল ও মুহাম্মাদ ওয়াসিম। ৫৯ বলে ৮৭ রানে অপরাজিত ছিলেন ওয়াসিম।

আরও পড়ুন:

এর আগে, টসে হেরে প্রথমে ব্যাট করে রংপুর। ওপেনার কাইল মায়ার্স মাত্র ৬ রান করেই ফেরেন প্যাভিলিয়নে। লিটন দাস আউট হন ১১ রান করে।

তবে ওপেন করা তাওহীদ হৃদয় ছিলেন দুর্দান্ত তার ৫৬ বলে ৯৭ রানের অপরাজিত ইনিংসে ভর করে ৪ উইকেট হারিয়ে ১৭৮ রান করে রাইডার্স। ২৯ বলে ৪৪ রান করেন খুশদিল শাহ।

এসএইচ