ভারতে না যাওয়ার প্রশ্নে অটল বাংলাদেশ। বিকল্প ভেন্যু হিসেবে হায়দ্রাবাদ কিংবা চেন্নাইয়ে খেলার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
তিনি বলেন, ‘ভারতের অন্য ভেন্যু তো ভারতই। ভেন্যু বলে কোনো কথা নাই। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম এখনো সেখানেই আছি।’
ভারতে না যাওয়ার প্রশ্নে বাংলাদেশ যখন অটল অবস্থানে, তখন বিকল্প এক পথের পরিকল্পনাও করে রেখেছে বিসিসিআই। যেখানে বিশ্বকাপ থেকে ছাঁটাই করা হতে পারে বাংলাদেশের নাম।
আরও পড়ুন:
গুঞ্জনের সূত্রপাত আইসিসি চেয়ারম্যান এবং বিসিসিআইয়ের বৈঠক কেন্দ্র করে। একসময়ের ভারতীয় ক্রিকেট বোর্ডের সদস্য সচিব জয় শাহ রোববার বিসিসিআইয়ের সঙ্গে বৈঠকে বসবেন আইসিসির প্রধান হিসেবে।
টুর্নামেন্টের বর্তমান কাঠামো পর্যালোচনা, ভারতের নিরাপত্তা প্রটোকল যাচাইয়ের পাশাপাশি আইসিসি অপারেশন্সের সঙ্গেও আলাপের কথা রয়েছে জয় শাহের। তাতে বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ দেশগুলো ভেন্যু পরিবর্তনের প্রশ্নে একমত না হলে বাংলাদেশকে ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব উত্থাপিত হবে।
যদিও ভারতের গণমাধ্যমে ওঠা এসব গুঞ্জনের আনুষ্ঠানিক কোনো সত্যতা নিশ্চিত করা এখন পর্যন্ত সম্ভব হয়নি। আর বিশ্বকাপ ইস্যুতে এমন পরিস্থিতি তৈরি হলে তাতে এসিসি এবং আইসিসির বৈশ্বিক অঙ্গনেও থাকবে নেতিবাচক প্রভাব।





