বিসিবিকে কোনো নোটিশ ছাড়াই নিরাপত্তা ইস্যুতে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় বিসিসিআই। এরপর থেকেই দু’দেশের সম্পর্কে বেড়েছে স্নায়ুচাপ। সঙ্গত কারণেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে নিরাপত্তা উদ্বেগে ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়ে আসছে বিসিবি। সোমবার ক্রীড়া উপদেষ্টার মন্তব্যে বিশ্বকাপ ভেন্যুতে উত্তেজনা আরও বেড়েছে।
এদিন বাফুফে পরিদর্শন শেষে গণমাধ্যমে ক্রীড়া উপদেষ্টা বেশ কিছু শর্তের বিষয়ে মেইল করেছে আইসিসির সিকিউরিটি বিভাগ। ক্রীড়া উপদেষ্টার ভাষ্যমতে মোস্তাফিজকে বাদ দেয়াসহ বিকল্প ভেন্যুতে খেলার প্রস্তাবের কথা জানিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আইসিসি যদি আশা করে, আমরা দলের শ্রেষ্ঠ বোলার মোস্তাফিজুরকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গড়বো, বা নির্বাচন পিছিয়ে খেলার ব্যবস্থা করব— তা সম্পূর্ণ অবাস্তব প্রত্যাশা। দলের নিরাপত্তা নিয়ে এমন যুক্তি কখনোই গ্রহণযোগ্য নয়।’
আরও পড়ুন:
তবে ভারতীয় গণমাধ্যম জানায় উপদেষ্টা আসিফ নজরুলের মন্তব্য সঠিক নয়। তাদের দাবি আইসিসি বিবিসির সঙ্গে এ সংক্রান্ত কোনো আলোচনাই করেনি।
এমন খবরে ধোঁয়াশা সৃষ্টি হওয়ায় দিনশেষে সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আসিফ নজরুলের বক্তব্য পরিষ্কার করে বিসিবি। বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয় আইসিসির নিরাপত্তা দলের আন্তঃবৈঠকের পর্যালোচনাই তুলে ধরতে চেয়েছেন। আর এখনো পর্যন্ত ভেন্যু পরিবর্তন ইস্যুতে কোনো সমাধান আসেনি।
নিজেদের সিদ্ধান্তে অনড় বিসিবির ভাষ্য সমস্যা সমাধানের বিষয়টি পুরোপুরি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার হাতে। এমন পরিস্থিতিতে হবে কি মাঠের ক্রিকেটের জয়, নাকি রাজনীতির অন্ধকারে ছেয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বপ্ন?





