তৃতীয়বারের মতো ফিফার নিষেধাজ্ঞায় পাকিস্তান ফুটবল ফেডারেশন

0

তৃতীয়বারের মতো ফিফার নিষেধাজ্ঞায় পড়লো পাকিস্তান ফুটবল ফেডারেশন। ফিফা এবং এএফসির নির্দেশনা অনুযায়ী নিজেদের সংবিধানে পরিবর্তন না আনায় নিষেধাজ্ঞার মুখে পড়েছে ফেডারেশনটি।

দেশটির ফুটবলের গঠনতন্ত্রে বেশকিছু পরিবর্তন আনার সুপারিশ করে ফিফা।

তবে প্রত্যাখান করায় বাধে জটিলতা। গঠনতনন্ত্র পরিবর্তনসহ ১৫ ফেব্রুয়ারির মধ্যে নিবার্চন না করলে নিষেধাজ্ঞা তুলবে না ফিফাও।

এই সময়ে আন্তর্জাতিক কোনো ম্যাচ বা কার্যক্রমে অংশ নিতে পারবে না ফেডারেশনটি। এই নিয়ে গেল আট বছরে তিনবার নিষিদ্ধ হলো পাকিস্তান।

সেজু