বাংলাদেশে বিশ্বকাপ ট্রফি: ফুটবল ভক্তদের জন্য জরুরি নির্দেশনা ও দেখার নিয়ম

ফিফা বিশ্বকাপের মূল ট্রফি
ফিফা বিশ্বকাপের মূল ট্রফি | ছবি: এখন টিভি
0

ফুটবল প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ (বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬) সকালে বাংলাদেশে এসেছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের সোনালী ট্রফি (FIFA World Cup Trophy)। ট্রফিটি দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন হাজারো ভক্ত। তবে নিরাপত্তার স্বার্থে এবং ফিফার প্রোটোকল বজায় রাখতে দর্শকদের জন্য বেশ কিছু কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সিঙ্গার এক্সেঞ্জ অফার |ছবি: এখন টিভি

ট্রফি আগমনের সময় ও স্থান (Schedule and Venue)

ফুটবল বিশ্বকাপের আসল ট্রফিটি (Original World Cup Trophy) বহনকারী বিশেষ বিমানটি বুধবার সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এরপর ট্রফিটি নিয়ে যাওয়া হবে হোটেল রেডিসন ব্লু (Hotel Radisson Blu)-তে। মাত্র ৮ ঘণ্টার এই সংক্ষিপ্ত সফরে ট্রফিটি বাংলাদেশে অবস্থান করবে এবং সন্ধ্যা ৬টায় পরবর্তী গন্তব্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।

আরও পড়ুন:

ভক্তদের জন্য নির্দেশনাবলী (Instructions for Fans)

কোকা-কোলার বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে যারা ট্রফি দেখার সুযোগ পেয়েছেন, তাদের জন্য নিম্নোক্ত নিয়মগুলো মানা বাধ্যতামূলক:

টিকিট যাচাই (Ticket Verification): দর্শকদের অবশ্যই বৈধ টিকিটের প্রিন্ট কপি, সফট কপি বা স্ক্রিনশট দেখাতে হবে।

ক্যাপ বহন (Coca-Cola Cap): যাচাই-বাছাইয়ের জন্য কোকা-কোলার নির্দিষ্ট ক্যাপটি সঙ্গে রাখতে হবে।

স্পর্শ করা নিষেধ (Do Not Touch): ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপ জয়ী খেলোয়াড়, রাষ্ট্রপ্রধান এবং ফিফা সভাপতি ছাড়া অন্য কেউ ট্রফি স্পর্শ (Touch the Trophy) করতে পারবেন না।

সিঙ্গার এক্সেঞ্জ অফার |ছবি: এখন টিভি

আরও পড়ুন:

২০২৬ বিশ্বকাপ একনজরে (FIFA World Cup 2026 At a Glance)

আগামী বছরের ১১ জুন কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে পর্দা উঠবে ফিফা বিশ্বকাপের। এবারের আসরে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দল (48 Teams)। ইতোমধ্যে গ্রুপ পর্বের ড্র (Group Stage Draw) অনুষ্ঠিত হয়েছে:

ব্রাজিল (Brazil): 'সি' গ্রুপে মরক্কো, স্কটল্যান্ড ও হাইতির মুখোমুখি হবে।

আর্জেন্টিনা (Argentina): বর্তমান চ্যাম্পিয়নরা লড়বে 'জে' গ্রুপে।

জার্মানি (Germany): 'ই' গ্রুপে তাদের প্রতিপক্ষ ইকুয়েডর ও কোত দি ভোয়া।

মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে হবে উদ্বোধনী ম্যাচ এবং ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে (MetLife Stadium) অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফাইনাল।

আরও পড়ুন:

এসআর