লিওকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো ম্যানইউ

ম্যাচে এভাবেই গোল উদযাপন করছিল ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়রা
ম্যাচে এভাবেই গোল উদযাপন করছিল ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়রা | ছবি: সংগৃহীত
0

ইউরোপা লিগে লিওকে ৫-৪ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এ জয়ে দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলে এগিয়ে থেকে আসরের সেমিফাইনাল নিশ্চিত করলো ম্যান ইউ। প্রথম লেগে লিওর মাঠে ২-২ গোলে ড্রয়ের পর ফিরতি লেগে ইউনাইটেড ছিল দুর্দান্ত। ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে লিড নেয় স্বাগতিকরা।

ইউনাইটেডের হয়ে গোল করেন ম্যানুয়াল উগার্তে ও দিয়াগো দালত। দ্বিতীয়ার্ধের ৭০ মিনিট পর্যন্ত এই লিড ধরে রেখেছিলো ম্যান ইউ। তবে মাত্র ৭ মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচে দারুণভাবে ফিরে আসে লিও।

এরপর অতিরিক্ত সময়ের ১০৯ মিনিটের মাথায় ৪-২ গোলে লিড নেয় ফরাসি ক্লাবটি। তখনও দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলে পিছিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। তখনি এক মহাকাব্যের সাক্ষী হয় ওল্ড ট্রাফোর্ড।

অতিরিক্ত সময়ের ১১৪ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমায় ইউনাইটেড। এর ৬ মিনিট পর কোবি মাইনুর গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। ম্যাচ যখন টাইব্রেকারের দিকে ঠিক তখন লিওকে হতাশায় ডুবিয়ে ম্যাগুয়ারের গোলে ম্যাচ জিতে নেয় ওল্ড ট্রাফোর্ডের দলটি। আর এতেই প্রিমিয়ার লিগে খুব খারাপ সময় যাওয়া ম্যান ইউরা টিকিট কাটেন ইউরোপা লিগের সেমিফাইনালের।

এসএইচ