চার ম্যাচ পর গোল পেয়েছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি আর তিন ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে তার দল ইন্টার মায়ামি।
মেসি ছাড়াও মায়ামির হয়ে এই ম্যাচে পোল পেয়েছেন ফাফা পিঁকু, মার্চেলো ভাইগান্ট ও লুইস সুয়ারেজ।
প্রথমার্ধের নবম মিনিটে পিঁকুর গোলে এগিয়ে যায় মায়ামি। ভাইগান্টের গোলে ২-০ তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মেজর সকার লিগের সবচেয়ে তারকা বহুল দলটি। দ্বিতীয়ার্ধে ব্যবধান প্রতিপক্ষের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান সুয়ারেজ ও মেসি।
এই জয়ে ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চার নম্বরে ইন্টার মায়ামি।