সৌদি নয়, ইউরোপেই খেলতে চান ডি ব্রুইনা

বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা
বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা | ছবি: সংগৃহীত
0

৩৩ বছর বয়সী বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা মনে করেন, এখনো তার ইউরোপের শীর্ষ পর্যায়ে খেলার সামর্থ্য আছে। তাই সৌদি প্রো লিগ কিংবা মেজর লিগ সকার থেকে প্রস্তাব পেলেও সিরি আ চ্যাম্পিয়ন নাপোলিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইএসপিএনের দাবি, ইতালিয়ান ক্লাবটির সাথে লম্বা চুক্তির কথাবার্তা সম্পন্ন হয়েছে ব্রুইনার। ফুটবল দলবদল নিয়ে কাজ করা ইতালির সাংবাদিক মাতেও মোরাত্তা জানিয়েছেন, নাপোলির সাথে তিন বছরের চুক্তি করতে যাচ্ছে কেভিন ডি ব্রুইনা।

প্রথম দুই মৌসুমে বার্ষিক ৬ মিলিয়ন ইউরো পেলেও শেষ বছরে তা কমে হবে ৫ মিলিয়ন ইউরো। যদিও নেপলসের ক্লাবের প্রস্তাবিত বেতন ম্যান সিটির এক তৃতীয়াংশেরও কম। সিটি থেকে বার্ষিক প্রায় ২১ মিলিয়ন ইউরো বেতন পেতেন সময়ের অন্যতম সেরা এই মিডফিল্ডার।

পেপ গার্দিওয়ালার অধীনে সিটিজেনদের হয়ে ছয়টি প্রিমিয়ার লিগ জিতেছেন এই তারকা। এছাড়াও চ্যাম্পিয়ন্স লিগসহ একাধিক শিরোপা জেতার অন্যতম কুশীলব ছিলেন ব্রুইনা। যদিও গেল দুই মৌসুম অধিকাংশ সময় চোটের কারণে মাঠের বাইরে থাকায় তার সাথে ১০ বছর পর আর চুক্তি নবায়ন করেনি সিটি।

সেজু