লিভারপুলের শিরোপা উদযাপনে গাড়িচাপায় আহত অন্তত ৫০, আটক ১

কালো রঙের এই গাড়িই লিভারপুল সমর্থকদের গাড়িচাপা দিয়েছে
কালো রঙের এই গাড়িই লিভারপুল সমর্থকদের গাড়িচাপা দিয়েছে | ছবি: সংগৃহীত
0

যুক্তরাজ্যে লিভারপুল ফুটবল ক্লাবের শিরোপা জয়ের উদযাপন অনুষ্ঠানে ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেয়ায় ঘটনায় আহত হয়েছে শিশুসহ অন্তত অর্ধশত। আহত বেশিরভাগই হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এ ঘটনায় ৫৩ বছরের এক ব্রিটিশ নাগরিককে সন্দেহভাজন হিসেবে আটক করেছে যুক্তরাজ্য পুলিশ। তবে এ ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলছে না লিভারপুল পুলিশ।

প্রিমিয়ার লিগের এবাবের আসরে লিভারপুলের শিরোপা জয়ের পর সোমবার (২৬ মে) সন্ধ্যায় ছাদ খোলা বাসে এভাবে প্যারেড করছিলেন ক্লাবের খেলোয়াররা। তাদের ঘিরে ছিল হাজার হাজার ফুটবল সমর্থক। ক্লাবের পতাকা হাতে ফুটবলারদের চিয়ার আপ করছিলেন তারা।

তবে লিভারপুলের এ বিজয় উৎসব মুহূর্তেই শোকাবহ ঘটনায় পরিণত হয়। ভিড়ের মধ্যেই এলোপাতাড়ি একটি গাড়ি উঠিয়ে দেয় সেখানে। এ ঘটনায় শিশুসহ বেশ কয়েকজন আহত হন। এরমধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। আহতদের বেশিরভাগই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বিবিসি বলছে, এ ঘটনায় সন্দেহভাজন ৫৩ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে লিভারপুল পুলিশ। আটক শেতাঙ্গ ব্যক্তি ব্রিটিশ নাগরিক এবং লিভারপুলের বাসিন্দা। তবে ঘটনাটিকে সন্ত্রাসবাদ হিসেবে বিবেচনা করা হচ্ছে না।

মার্সিসাইড পুলিশ জেনি সিমস বলেন, ‘এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত নয় বলে আপাতত মনে হচ্ছে। একে সন্ত্রাসবাদ বলছি না।’

এ ঘটনার পরই লিভারপুল সিটি মেয়র স্টিভ রোথারামের সঙ্গে কথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারর্মার। এ ঘটনাকে ভয়াবহ বলছেন তিনি। তবে পুরো দেশ লিভারপুলের পাশে রয়েছে বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী।

সেজু