কয়েকবছর আগেও হেসে খেলেই হারাতো বাংলাদেশ, কালের বিবর্তনে তারাই আজ শক্ত প্রতিপক্ষ। এমনকি এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাদের বিপক্ষে খেলেই প্রস্তুতি সারবে টিম বাংলাদেশ।
বেশ কিছু কারণে ম্যাচটি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। ভূটানের বিরুদ্ধে সবশেষ ম্যাচ হারের প্রতিশোধ, একই সাথে দীর্ঘ অপেক্ষার পর ফুটবলের আপন নীড়ে ফেরা। এনিয়ে দর্শক সমর্থকদের যেমন উচ্ছ্বাস তেমনটাই আছে বাংলাদেশ দলের হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার।
হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার বলেন, ‘বাংলাদেশ কোচিং ক্যারিয়ারে প্রথমবার জাতীয় স্টেডিয়ামে ম্যাচ, তা নিয়ে আমিও উত্তেজিত আশা করি আমরা খেলা দিয়ে মানুষকে আনন্দ দিতে পারবো।’
ফিফা টায়ার ওয়ান প্রীতি ম্যাচ হলেও লাল সবুজরা পাখির চোখ করছে ১০ জুনকে। তাইতো দলের সবাইকে বাজিয়ে দেখার পরিকল্পনা কোচের, অন্যদিকে অধিনায়কের কণ্ঠেও জয়ের আকাঙ্ক্ষা।
বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া বলেন, 'এইটা সব থেকে গুরত্বপূর্ণ ম্যাচ। আমাদের জিততে হবে।'
হেড কোচ বলেন, 'সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচই আমাদের মূল লক্ষ্য যদিও আমরা ভূটানকেও হারাতে চাই। তাই দলীয় কম্বিনেশনে অধিকাংশেরই সুযোগ থাকবে।'
ড্রাগন বয়েজদের বিপক্ষে ঘরের মাঠের পূর্ণ সুবিধা নিয়ে দিনের আলোয় অনুশীলন সূচি দিয়েছে বাফুফে। নতুন স্টেডিয়ামে মুগ্ধ অতিথি কোচও। প্রতিপক্ষকে নিয়ে না ভেবে নিজেদের শক্তিমত্তায় নজর দিচ্ছেন ভূটান কোচ।
ভূটান ফুটবল দলের কোচ আতাতুশি নাকামুরা বলেন, 'আমরা বাংলাদেশকে হারানোর জন্য সর্বোচ্চটা চেষ্টা করবো। আমাদের শক্তির জায়গা পাসিং ফুটবল সেদিকেই মনোযোগ দিয়েছি।'
থিম্পুতে বাংলাদেশকে হারানো গেলেও এবার তাদেরকে হারানো সহজ হবে না বলে সহজ স্বীকারোক্তি সফররত কোচ-অধিনায়কের
হামজা-ফাহমিদুলদের প্রথম ম্যাচ জয় দিয়ে রাঙাবে নাকি সকল পরিকল্পনা নস্যাৎ করবে ড্রাগনরা তা জানতে আর কিছু সময়ের অপেক্ষা।