ইউরোপের ক্লাবগুলো এ আসরে আধিপত্য দেখাবে সেটাই স্বাভাবিক, যা শুরু থেকেই দৃশ্যমান। এরই মধ্যে জার্মানির বায়ার্ন মিউনিখ নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ডকে হারিয়েছে ১০-০ গোলে।
টুর্নামেন্টটা যুক্তরাষ্ট্রে হওয়ায় অনেকেই ভেবেছিল এই ম্যাচে অঘটন ঘটতে পারে। তবে সেটা হয়নি। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছে চেলসি।
ম্যাচের দুই অর্ধে একটি করে গোল হয়েছে। ৩৪তম মিনিটে জ্যাকসনের পাস থেকে গোল করেন নেতো। আর ৭৯তম মিনিটে গোল পান ফার্নান্দেজ। চেলসির নতুন সাইনিং লিয়াম ডেলাপের পাস থেকে গোলটি করেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার।