ক্লাব বিশ্বকাপে লিওনেল মেসির খেলা দেখতে গ্যালারিতে ব্যাজ্জিও

মেসিকে নিজের জাতীয় দলের জার্সি উপহার দিয়েছেন বাজ্জিও
মেসিকে নিজের জাতীয় দলের জার্সি উপহার দিয়েছেন বাজ্জিও | ছবি: সংগৃহীত
0

ফিফা ক্লাব বিশ্বকাপে লিওনেল মেসির খেলা উপভোগ করেছেন ইতালিয়ান লিজেন্ড রবার্টো ব্যাজ্জিও। ম্যাচ শেষে ব্যাজ্জিওকে পাশে পেয়ে উচ্ছ্বসিত এলএম-টেন। ক্লাব বিশ্বকাপে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে বসে ম্যাচ দেখছিলেন ইতালিয়ান গ্রেট।

ম্যাচ শেষে লিওনেল মেসির পাশে দাঁড়িয়ে হাসিটা চড়াও হয়েছিল ডিভাইন পনিটেল খ্যাত ব্যাজ্জিওর। তবে উচ্ছ্বাসটা বেশি প্রকাশ করেছেন মেসি। 

ইতালিয়ান কিংবদন্তির সাথে সাক্ষাতের আনন্দে নিজের ইন্সটাগ্রাম একাউন্টে একটি ছবিসহ পোস্ট করে ক্যাপশনে লেখেন ‘কী সুন্দর মুহূর্ত’। 

আর্জেন্টাইন জাদুকরকে ইতালি জাতীয় দলের নিজের ১০ নম্বর জার্সি উপহার দিয়েছেন ৫৮ বছর বয়সী ব্যাজ্জিও। ১৯৯৪ সালের বিশ্বকাপে নিজের অটোগ্রাফ সম্বলিত জার্সিটি উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মেসি।

এসএইচ