এশিয়ান কাপের আগেই বাংলাদেশ দলে যুক্ত হতে পারে প্রবাসী নারী ফুটবলাররা

মাঠে প্রশিক্ষণরত নারী ফুটবলার ও বাফুফে সহসভাপতি ফাহাদ করিম
মাঠে প্রশিক্ষণরত নারী ফুটবলার ও বাফুফে সহসভাপতি ফাহাদ করিম | ছবি: এখন টিভি
0

এএফসি এশিয়ান কাপের আগেই দলে যুক্ত হতে পারেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী নারী ফুটবলাররা। এখন টেলিভিশনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম। প্রথমবার কোয়ালিফাই করা এশিয়ান কাপে সাফল্য পেতে এখনই পরিকল্পনা সাজাচ্ছে ফেডারেশন। এদিকে নারী দলের জন্য আলাদা আবাসনসহ সুযোগ-সুবিধা বাড়ানোর কথা ভাবছে বাফুফে।

এক হামজা চৌধুরীর অন্তর্ভুক্তিতে রীতিমত হৈচৈ পড়ে যায় দেশের ফুটবলে। মৃতপ্রায় ফুটবলে প্রাণ ফিরেছে হামজার লাল সবুজের জার্সির পথ ধরে। এবার হামজার মতই নারী দলেও আসছেন বাংলাদেশী বংশোদ্ভূত প্রবাসী ফুটবলার।

এরইমধ্যে ইতিহাস গড়ে এএফসি এশিয়ান কাপে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের মেয়েরা। আট মাস পরই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের লড়াইয়ে মাঠে নামবেন ঋতুপর্ণা, আফঈদারা। সে আসরের আগেই বিদেশে অবস্থানরত ফুটবলারদের দলে যুক্ত করার চেষ্টা করছে বাফুফে।

বাফুফে সহসভাপতি ফাহাদ করিম বলেন, ‘এটায় আরো বেটার হবে। আমার মনে হয় না ইচ্ছার কোনো ঘাটতি আছে। সবকিছুই পজিটিভ। বোথ ম্যান অ্যান্ড উইমেন ফুটবল।’

স্বাগতিক অস্ট্রেলিয়া ছাড়াও দক্ষিণ কোরিয়া, জাপানের মতো শক্তিশালী দেশগুলোর বিপক্ষে লড়তে হবে পিটার বাটলারের শীষ্যদের। দক্ষিণ এশিয়া জয়ের পর এবার মহাদেশীয় সেরার আসরেও নিজেদের ছাপ রাখতে চায় বাংলার বাঘিনীরা। তাই তো এখনই ছক সাজাচ্ছে বাফুফে।

ফাহাদ করিম বলেন, ‘ডিটেইল একটা প্রিপারেশন হবে। এবং সে প্রিপারেশনের ভেতরে অবশ্যই একটা লীগও থাকবে। এখন সে লীগটি আমরা ফ্যাঞ্চাইজি লীগ করবো না জাতীয় লীগ করবো সেটা আমরা কোচের সাথে বসে সভাপতি সিদ্ধান্ত নিবে।’

এদিকে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট টানা দুবার জয়ের পরও নারীদের নিয়মিত বেতন আর সুযোগ-সুবিধা নিশ্চিতের ব্যাপারে এতদিন বড্ড উদাসীন ছিল ফুটবল ফেডারেশন। এবার দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে মহাদেশের শ্রেষ্ঠ টুর্নামেন্টের ১২ দলের একটি বাংলাদেশ। এবার কি ভাগ্য পরিবর্তন হবে ঋতু-রিপা-আফঈদাদের?

বাফুফে সহসভাপতি বলেন, ‘স্পেসিফিক পয়েন্ট ধরে যেসব জিনিস নিয়ে আগে কেউ ওদের সঙ্গে কথাও বলতো না বিগত আমলে বা কমিটির সময় আমরা সেসব জিনিস অ্যাড্রেস করার চেষ্টা করছি। সীমিত পরিসরে যতটুকু করা সম্ভব ততটুকু চেষ্টা করছি।’

২০০৮ সাল থেকে বাফুফে ভবনে নারী ফুটবলারদের বসবাস। ফুটবল বিশ্বে যেটি নজিরবিহীন। তবে এবার ভবনের বাইরে ফুটবলারদের জন্য আলাদা আবাসনের কথা ভাবছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

দেশের ফুটবলে পরিবর্তনের ছোঁয়া লেগেছে। তাতে মেয়েদের ভাগ্যও বদলালে, সাফল্যের পালে জোর হাওয়া লাগবে, সেটি নিশ্চিত করে বলাই যায়।

এএইচ