নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের ১৮ মিনিটেই দলকে এগিয়ে নেন পেদ্রো। দারুণ এক গোলে অভিষেক রাঙান এই ব্রাজিলিয়ান। প্রথমার্ধে এরপর চেষ্টা করেও আর সমতা আনতে পারেনি ফ্লুমিনেন্স। ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় চেলসি।
বিরতির পর ম্যাচের ৫৬ মিনিটে এনজো ফার্নান্দেজের অ্যাসিস্টে দলের এবং নিজের দ্বিতীয় গোল করেন জোয়াও পেদ্রো। এই জয়ের মধ্য দিয়ে নিশ্চিত হলো ক্লাব বিশ্বকাপে অল-ইউরোপিয়ান ফাইনাল।
আসরের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ এবং পিএসজি। এই ম্যাচের জয়ী দলের বিপক্ষে আগামী ১৪ জুলাই ফাইনাল খেলবে চেলসি।