বার্সেলোনা ছাড়ছেন অধিনায়ক স্টেগান; গুঞ্জনে উত্তপ্ত ইউরোপিয়ান মিডিয়া

মার্ক আন্দ্রে টের স্টেগান
মার্ক আন্দ্রে টের স্টেগান | ছবি: সংগৃহীত
0

অবশেষে বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্লাবটির অধিনায়ক মার্ক আন্দ্রে টের স্টেগান। ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর গুঞ্জন, আগামী মৌসুমেই কাতালান ক্লাবটি ছাড়তে পারেন তিনি।

এসিএল ইনজুরির কারণে গত মৌসুমের প্রায় পুরো সময় বেঞ্চে বসেছিলেন জার্মান এ গোলরক্ষক। তার পরিবর্তে দায়িত্বে ইনাকি পিনা থাকলেও মাঝপথে দলের হাল ধরেন পোলিশ গোলরক্ষক ভয়েচেক শেজনি। 

বার্সেলোনাকে ঘরোয়া ট্রেবল জেতাতে গোলবারের নিচে দুর্দান্ত ছিলেন অবসর ভেঙে ফেরা এই গোলরক্ষক, যার ফলস্বরূপ বার্সেলোনা আরও দুই বছর শেজনির সঙ্গে চুক্তি বাড়ায়।

শঙ্কা আছে ইনজুরি থেকে ফেরা স্টেগান বার্সার একাদশে জায়গা হারাতে পারেন, যে কারণে কাতালান ক্লাবটি ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেন তিনি। 

এরই মধ্যে, বার্সা ছেড়ে সৌদি আরবের ক্লাবে যোগ দিতে পারেন জার্মান এ গোলরক্ষক, এমন গুঞ্জন শোনা যাচ্ছে ফুটবল পাড়ায়।

এসএইচ